মহেশপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণাচলে অবস্থিত । ইউনিয়ন পরিষদ থেকে জয়নগর বাজার থেকে শিবগাতী হাইওয়ে রোডে (ভ্যান ভাড়া ০৮টাকা) সেখান থেকে পশ্চিমে হাইওয়ে রোড ধরে চলে যেতে হবে প্রায় ০.৫ কিঃমিঃ রোডের দক্ষিণপার্শ্বে তাকালেই দেখা যাবে শত বছরের সেই পুরনো আম গাছটি চুল এলোশেলো করে দাড়িয়ে আছে ।
গাছটির বয়স আনুমানিক ১৫০বছর।
এখানে প্রায় সারা বছরই দর্শনার্থীরা আসেন। বিশেষ করে ঈদুল ফিতর,ঈদুল আযহা, পহেলা বৈশাখ, ইংরেজী নববর্ষ, ভ্যালেইন্টেইন ডেসহ বিভিন্ন সামাজিক উৎসবে উপচে পড়া ভিড় হয় । এক রকম গ্রাম্য মেলার মত সৃষ্টি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS