কুমার নদী, মহেশপুর ইউনিয়ন, কাশিয়ানী, গোপালগঞ্জ।
এই নদী বয়ে চলেছে ফরিদপুর জেলা থেকে গোপালগঞ্জ জেলার শেষ পর্যন্ত। মহেশপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড, ৪নং ওয়ার্ড ও ৬নং ওয়ার্ড ভেদ করে বয়ে চলেছে এই নদীটি। নদীতে নৌক চলে চলে মালবাহী ট্রলার এবং প্রতি বছরে এই নদীতে হয় বড় ধরণের নৌকা বাইচ (চকবন নৌকা বাইচ নামে পরিচিত)।
ইউনিয়ন পরিষদ থেকে যেতে ২.৫কিঃমিঃ পথ। ভ্যান ভাড়া ১০টাকা মাত্র। প্রতিবছরেই অনেক আনন্দ হয় এই বাইচে। নদী পারাপারের সেই আদী স্বাভাব ধরে রেখেছে নদীটি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস